শনিবার থেকে সাতক্ষীরার আম রপ্তানি শুরু

333

আম

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার আম রপ্তানি শুরু হচ্ছে শনিবার। গতকাল রাত শেষে রপ্তানির জন্য বাছাইকৃত বাগানের আম ভাঙা শুরু করেন চাষিরা।

শনিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম রপ্তানি কর্মসূচির উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে যাবে ইউরোপের বাজারে।

উল্লেখ্য, প্রতি বছরই ইউরোপের বড় বড় কিছু কোম্পানি সরাসরি বিষমুক্ত আম কৃষকের কাছ থেকে ভালো মূল্যে কিনে নেয়। এ জন্য কৃষকরা ভালো জাতের আম প্রতিবছর দিয়ে থাকে। এতে তারা দাম বেশ ভালো পান। এবার শনিবার থেকে আম রপ্তানি শুরু হলো।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন