শরিয়তপুর থেকে: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় প্রায় ২০ হেক্টর জমিতে গড়ে উঠেছে ছোট বড় নানান জাতের আম বাগান। মোশারফ মোল্যা নামে এক উদ্যোক্তার আম বাগানের সাফল্যে অনুপ্রাণিত হয়েছেন অনেকেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় ২০১২ সালে দেশের ২৭ জেলার ৫২টি উপজেলায় উচ্চমূল্যের ফসল আবাদের লক্ষ্যে প্রকল্প শুরু হয়। প্রকল্পের আওতায় ১০ বছর মেয়াদী আম বাগান করতে কৃষক শুরুতে খুব একটা আগ্রহী ছিল না। সে সময় ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন কৃষক মোশারফ মোল্যা।
মোশারফ মোল্যার সাফল্য দেখে কৃষি বিভাগের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় আম বাগান করেছেন অনেকেই।
এছাড়া মোশারফ মোল্যার সাফল্য দেখে উৎসাহী হয়েছেন পার্শ্ববর্তী মাদারীপুরের কালকিনী উপজেলার কৃষক ও কৃষি কর্মকর্তারা।
কৃষি বিভাগের আওতায় তত্ত্বাবধানে ৭২টি ও ব্যক্তিগত পর্যায়ে একশ’ ২৭টি আম বাগান গড়ে উঠেছে।
দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় প্রথম বছর গড়ে দুই লাখ ৩০ হাজার থেকে আড়াই লাখ টাকা ব্যয় হলেও তৃতীয় বছর থেকে প্রতি বছর ২০-২২ লাখ টাকা আয় হবে কৃষকের।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম