শসার জাব পোকা দমন করবেন যেভাবে

2193

86469839_2530322537096659_3795199738886750208_n

শসার জাব পোকা সম্পর্কে অনেকেই জানেন না। শশায় জাব পোকা আক্রমণ করে তা ক্ষতি করে থাকে। চলুন জেনে আসি বিস্তারিত।

শসার জাব পোকা

লক্ষণ

পূর্ণবয়স্ক ও নিম্ফ উভয় পাতা, কচি কান্ড ও ফুলের রস চুষে খায়।
গাছ দুর্বল ও হলুদ হয়, পাতা কুঁকড়ে যায়,ফুলের কুড়ি ও কচি ফল ঝরে যায়।
পোকা ক্রনিক্যাল দ্বারা মধু রস নিঃসরণ করে,তাতে সুটিমোল্ড ছত্রাক জন্মে।
আক্রান্ত অংশ কালো দেখায়, কচি ডগা মারা যায়।

প্রতিকার

পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদ ও আক্রান্ত অংশ পোকাসহ সংগ্রহ করে পুতে ফেলা।
সুষম মাত্রায় সার ব্যবহার ও শস্য পর্যায় অবলম্বন করা।
বেডে লাইনে দূরত্ব বজায় রেখে চারা রোপন করা।
কেরোসিন মিশ্রিত ছাই পাতায় ছিটিয়ে পোকা প্রতিরোধ করা য়ায়।
ডিটারজেন্ট ৩গ্রাম/ লিটার পানি+নিম/ বিষকাঠাঁলী/ ধুতরা/আতা/পেঁপে/ নিশিন্দা/
জবা/গাদা ফুলের ১ কেজি পাতা থেতিয়ে১২ ঘন্টা ভিজে ১০ লিটার পানি স্প্রে করা।
ইমিডাক্লোপিড২০এসএল ( ইমিটাফ/ এডমায়ার/ টিডো/বাম্পার/ গেইন/ প্রিমিয়ার/
অটোমিডা)০.৫মিঃলিঃ/ লিটার পানি স্প্রে করা।
এসিফেট ৭৫এসপি (এসাটাফ/ টিডফেট/ফরচুনেট)১.৫ গ্রাম/লিটার পানি স্প্রে।

ফার্মসএন্ডফার্মার/১৬ফেব্রু২০২০