শিং-মাগুর, পাবদা, গুলসা টেংরা মাছের রেণুর পুকুর কাঁটা ও পুকুর প্রস্তুতি

323

শিং-মাগুর, পাবদা, গুলসা টেংরা মাছের রেণুর পুকুর কাঁটা ও পুকুর প্রস্তুতি!!

খাবার ব্যবস্থাপনাঃ
১) রেণুর পুকুরে সাধারণত প্রতি দিন (২৪ ঘন্টায়) প্রতি শতাংশে ১০০-১৫০ গ্রাম খাবার পুকুরে দিতে হয়।
২) ১ দিন বা ২৪ ঘটার খাবার ৪ – ৫ বারে ভাগ করে দেওয়া উত্তম, তবে যেহেতু ক্যাট ফিস রাতের বেলা খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে বিধায় রাতে বেলা খাবার দিতে হবে বেশী।

৩) প্রতিদিন খাবার ৪ বারে ভাগ করে দেওয়া উচিত, যেমন সকালে ৮ টায়, বিকালে আছর নামাজের পর, রাতে এশার নামাজের পর এবং রাত ১২ – ১ টায় সময় আরেকবার দেওয়া যেতে পারে।

৪) প্রতিদিন রেণুর খাবার হিসাবে ব্যবহার করতে পারেন হেন মিল্ক ফর ফিস প্রতি শতাংশে ২০ গ্রাম ২৪ ঘন্টায় ২ বার ভাগ করে দিবেন, অথবা রেণুর প্রতি কেজি খাবারের সাথে ১০ গ্রাম হেন মিল্ক ফর ফিস ব্যবহার করতে পারেন, হেন মিল্ক ফর ফিস ব্যবহারে রেণু কাটার পরিমাণ অনেকটা কমে যাবে।

বিঃ দ্রঃ
১) রেণু ছাড়ার পূর্বে অবশ্যই পানির পিএইচ মান পরীক্ষা করে ৭ এর উপরে এবং ৯ এর নিচে আছে কিনা নিশ্চিত করতে হবে।
২) রেণুর পুকুর ক্ষতিকর গ্যাস মুক্ত কিনা এবং পুকুরে পর্যাপ্ত অক্সিজেনের লেভেল আছে কিনা যাচাই করে দেখা দরকার।
সবাই ভাল থাকবেন

শিং-মাগুর, পাবদা, গুলসা টেংরা মাছের রেণুর পুকুর কাঁটা ও পুকুর প্রস্তুতির উপর কোন প্রাকটিক্যাল অভিজ্ঞতা থাকলে কমেন্টসে এড করবেন প্লীজ, সেই ভাবে লেখাটিও আপডেট করা হবে।

ফার্মসএন্ডফার্মার/ ০১ জুন ২০২১