শিং মাছের ব্যাকটেরিয়াজনিত রোগ ও প্রতিকার

2006

শিং-মাছ

শিং মাছের ব্যাকটেরিয়াজনিত রোগ

Aeromonas spp ও Pseudomonas spp. ব্যাকটেরিয়া দ্বারা সাধারণত আক্রান্ত হয় শিং মাছ।

রোগের লক্ষণসমূহ :

* আক্রান্ত মাছ খাদ্যগ্রহণে অনীহা প্রদর্শন করে।
* মাছের শরীর সাদাটে বর্ণ ধারণ করে এবং লেজে পঁচন ধরে।
* সাদাটে দাগ ক্রমশ: বিস্তৃত হয় ও আক্রান্ত অংশ ক্রমে ক্ষয় হয়ে যায়।
* মাছের শরীরে শ্লেষ্মার পরিমাণ কমে যায়।
* মাছ ভারসাম্যহীনতা মাঝে মাঝে ঝাঁকুনিনদিয়ে চলাফেরা করে।
* আক্রান্ত হওয়া ২-৭ দিনের মধ্যে ব্যাপক মড়ক দেখা দেয়।

প্রতিকার ও নিয়ন্ত্রণ :

* পানি পরিবতর্ন ও সঠিক ঘনত্বে শিং মাছ চাষ করতে হবে।
* শতাংশে ৩০০-৫০০ গ্রাম হারে চুন ও লবণ প্রয়োগ করতে হবে।
* শতাংশে প্রতি ৩ ফুট গভীরতার জন্য ৫-৭ গ্রাম হারে সিপ্রোফ্লোক্সাসিন ৩-৪ দিন প্রয়োগ করতে হবে।
* প্রতি কেজি খাবারের সাথে ১-২ গ্রাম সিপ্রোফ্লোক্সাসিন মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৪ফেব্রু২০২০