শিবগঞ্জে (চাঁপাইনবাবগঞ্জ) রাজস্ব খাতের ভুট্টা প্রদর্শনীর মাঠদিবস অনুষ্ঠিত

383

[su_slider source=”media: 3959,3960,3961″ title=”no” pages=”no”] [/su_slider]

তুষার কুমার সাহা, শিবগঞ্জ প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রাজস্ব খাতের সুপার সাইন-২৭৬০ ভুট্টা প্রদর্শনীর ওপর এক মাঠদিবস গত ৪ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জস্থ ওমরপুর ব্লকে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্থানীয় ইউপি. চেয়ারম্যান মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সুলতান আলী এবং বিশেষ অতিথি ছিলেন সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার মো. তোহরুল ইসলাম। তিনি বলেন, সুপার সাইন- ২৭৬০ ভুট্টার জাতটি স্বল্প মেয়াদি খরা ও রোগ সহনশীল। এটি নিম্নাঞ্চল ও চরাঞ্চলে চাষ করলে মোটামুটি ভালো ফলন পাওয়া যায়।

প্রধান অতিথি বলেন, ভুট্টা ভারী মজার ফসল, উৎপাদন খরচ খুবই কম বলে সারা বছরই এর চাষ করা যায়। তিনি জানান, কয়েক বছর আগে এ এলাকায় তেমন ভুট্টার চাষ হতো না, এবার প্রায় ১৫ হেক্টরের মতো এ জাতের চাষ করা হয়েছে এবং শিবগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে এবার ৩৯০০ হেক্টর ভুট্টার চাষ হয়েছে বলে তথ্য উপস্থাপন করেন। প্রদর্শনীপ্লট স্থাপনের ফলে এলাকায় ভুট্টার চাষ দিন দিন বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে তিনি ভুট্টা চাষকে গুরুত্ব দিয়ে জমি পতিত না রেখে এর আবাদ ব্যাপকভাবে বাড়াতে উপস্থিত কৃষকভাইদের অনুরোধ জানান। বিশেষ অতিথি ভুট্টার চাষাবাদ কৌশল ও পরিচর্যা বিষয়ে আলোকপাত করে বলেন, স্বল্প সময়ে দু’একটি সেচ দিয়ে এ জাতের ভুট্টা চাষ করা যায়। বিঘা প্রতি এর গড় ফলন প্রায় ৩৫ মন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, গত কয়েক বছর আগে দু’এক জায়গায় ভুট্টার চাষ হতো। কৃষি বিভাগের প্রদর্শনীর মাধ্যমে নতুন ভুট্টার চাষ সম্প্রসারণের ফলে এলাকায় এখন ভুট্টার আবাদ বেশ বৃদ্ধি পেয়েছে। এ ধারা অব্যাহত রেখে ধান ফসলের পাশাপাশি এর আবাদ ব্যাপকভাবে বাড়াতে উপস্থিত কৃষকভাইদের তিনি অনুরোধ জানান। মাঠদিবসে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ প্রায় ১৫০ জন আদর্শ ভুট্টা চাষি উপস্থিত ছিলেন।