শিবগঞ্জে (চাঁপাইনবাবগঞ্জ) নিরাপদ ও বালাইমুক্ত রপ্তানিযোগ্য আম উৎপাদনে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ

298

[su_slider source=”media: 4036,4037″ title=”no” pages=”no”] [/su_slider]

তুষার কুমার সাহা, শিবগঞ্জ প্রতিনিধি: ডিএই আয়োজিত উত্তম কৃষি ব্যবস্থাপনা ও কন্ট্রাক্ট ফার্মিং পদ্ধতির মাধ্যমে নিরাপদ ও বালাইমুক্ত রপ্তানিযোগ্য আম উৎপাদনের আধুনিক কলা-কৌশল ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ক কর্মসুচির আওতায় দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ গত ১০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জস্থ উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রপ্তানিকারক আমচাষি দিনেন্দ্র সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক কৃষিবিদ মো. মুন্জুরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমিনুজ্জামন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জস্থ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, গত বছর থেকে এ অঞ্চলের প্রসিদ্ধ আম দেশের বাহিরে রপ্তানি হচ্ছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের এক মাত্রা। আগামীতে এর পরিমাণ যেনো বেশি হয় সেজন্য আমের গুণগত মানের প্রতি আরো নজর দিতে হবে। রপ্তানিকৃত আমের ক্ষেত্রে যেসব বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে, প্রশিক্ষণে সেগুলো খোলামেলা আলোচনার আহ্বান জানান তিনি। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, গত বছর শিবগঞ্জ থেকে প্রায় ১০ লাখ টাকার আম বিদেশে রপ্তানি করা হয়েছিল। এবার এলাকা থেকে প্রায় কোটি টাকার আম রপ্তানির লক্ষমাত্রা হাতে নেয়া হয়েছে। প্রশিক্ষণে আম বাগান ও ফলের সঠিক পরিচর্যা, ফ্রুট ব্যাগিং ও ফ্রুট ব্যাগিং প্রযুক্তির মাধ্যমে রপ্তানিযোগ্য আম উৎপাদন, ফ্রুট ব্যাগিং প্রযুক্তির সুবিধা এসব বিষয়ে কৃষকদের হাতে-কলমে শেখানো হয়। এতে উপজেলার ৩৭ আমচাষি ও ৭ জন উপসহকারি কৃষি অফিসার অংশগ্রহণ করেন।