শিবগঞ্জে (চাঁপাইনবাবগঞ্জ) স্থানীয় জাত ‘পারিজা’ ধানের নমুনা শস্য কর্তনে ডিএই, উদ্ভিদ সংরক্ষণ উইং’র পরিচালক

346

SP1

তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গত ০৫ মে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জস্থ খড়গপুর গ্রামের কৃষক আ. সালামের জমিতে স্থানীয় জাত ‘পারিজা’ ধানের নমুনা শস্য কর্তন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংরক্ষণ উইং’র পরিচালক কৃষিবিদ মো. বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নমুনা শস্য কর্তনের শুভ উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমিনুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মো. মুন্জুরুল হুদা।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বোরো মৌসুমের জন্য স্থানীয় ‘পারিজার’ জাতটি বেশ ফলনশীল, এর চাল চিকন, ভাত খেতে খুবই সুস্বাদু। এ জাতে রোগ ও পোকার আক্রমণ খুব কম হয় এবং খরা সহনশীল ও জীবনকাল ১৩৫-১৪৫দিন। জাতটি যেহেতু ফলনশীল সেহেতু এলাকার কৃষকেরা আগামী বোরো মৌসুমের জন্য বীজ সংরক্ষণ করে এর চাষ ব্যাপকভাবে বাড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি বলেন, পারিজা জাতটি যেমন খরা সহনশীল, তেমন আবার ঝড়-বাতাসে সহজে পড়েনা এবং এর ফলন অন্যান্য স্থানীয় জাতের চাইতে বেশ ভালো। সভাপতি স্থানীয় ‘পারিজা’ জাতটির উৎপাদন কৌশল সম্পর্কে উপস্থিত কৃষকভাইদের উদ্দেশ্যে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। স্থানীয় ‘পারিজা’ জাতের ধান কর্তনের পর শুকনা ফলন পাওয়া যায় হেক্টর প্রতি ৫.২৩ টন। অনুষ্ঠানে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।