শিবগঞ্জে (চাঁপাইনবাবগঞ্জ) কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

332

[su_slider source=”media: 4585,4586″ title=”no” pages=”no”] [/su_slider]

তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চলতি খরিফ-১ মৌসুমে চাষি পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পাধীন আউশ প্রদর্শনীর বীজ সংরক্ষণের ওপর দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ গত ৭ মে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জস্থ উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমিনুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: মুন্জুরুল হুদা । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুলতান আলী।

প্রধান অতিথি বলেন, দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে মাঠে কাজে লাগাতে হবে। মাঠে যে ধান রয়েছে, সেগুলো থেকে বীজ সংগ্রহের জন্য আধুনিক পদ্ধতি অনুসরণ করে যত্ম নিতে হবে। প্লটে ধান থাকা অবস্থায় বীজ বাছাইয়ের কাজ শেষ করতে হবে। এরপর ধান কর্তন, মাড়াই-ঝাড়াই করে ময়লামুক্ত, সুস্থ্য-সবল-নিরোগ বীজ সংগ্রহ করে রোদে ভালোভাবে শুকিয়ে ঠান্ডা করে পাত্রে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। কৃষি সম্প্রসারণ অফিসার জানান, আউশ প্রদর্শনীর জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৯০ জন কৃষক নির্বাচন করা হয়েছে এবং প্রতি কৃষককে ৩ বিঘা আউশ প্রদর্শনীর মাধ্যমে বীজ উৎপাদন ও সংরক্ষণের জন্য ১০ কেজি বীজ ও রাসায়নিক সার দেয়ার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে এর ধারণা দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি রাজস্ব খাতের মুগ প্রদর্শনীর ১৬ জন কৃষকের মাঝে বীজ সংরক্ষণের জন্য প্লাটিকের ড্রাম বিতরণ করেন।