[su_slider source=”media: 4268,4269,4270,4271″ title=”no” pages=”no”] [/su_slider]
তুষার কুমার সাহা, শিবগঞ্জ প্রতিনিধি: চলতি খরিফ-১’র প্রণোদনার আওতায় সবজির মাছি পোকা দমনে ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত নিরাপদ ফসল (পটল সবজি) উৎপাদনের ওপর গত ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জস্থ শিবগঞ্জের ঘোড়াপাখিয়া গ্রামের কৃষক মফিজুল ইসলামের জমিতে এক মাঠদিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্থানীয় ইউপি সদস্য বিষু মন্ডলের সভ্পতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক কৃষিবিদ মো. মুন্জুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনুজ্জামান।
প্রধান অতিথি বলেন, নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদনের প্রধান অন্তরায় হচ্ছে পোকা-মাকড়। ক্ষতিকারক পোকা-মাকড়ের মধ্যে মাছি পোকা হচ্ছে অন্যতম, যা দমনে কৃষকেরা যথেচ্ছা কীটনাশক ব্যবহার করে একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পরিবেশকে করছে দুষিত। এ থেকে পরিত্রানের একমাত্র উপায় হচ্ছে নিরাপদ ও বিষমুক্ত ফেরোমোন ফাঁদ ব্যবহার, যা মাছি পোকা দমনে সহজতর। তিনি উপস্থিত সকল কৃষককে সবজি ক্ষেতে এ পদ্ধতি ব্যবহারের অনুরোধ জানান। বিশেষ অতিথি জানান, উপজেলার প্রায় ৫ শ’ জন কৃষককে এ পদ্ধতির ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং অনেক কৃষকই এখন সবজি ক্ষেতে ফেরোমোন ফাঁদ ব্যবহার করছে ।
বিষমুক্ত নিরাপদ (পটল প্রদর্শনী) সবজি উৎপাদনের ওপর ফিরিস্তি তুলে ধরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী বলেন, রাজস্ব অর্থায়নে উপজেলায় ৪টি ইউনিয়নে ৫ জন কৃষকের সমন্বয়ে ১টি গুচ্ছ করে কৃষক প্রতি আধা একর করে মোট আড়াই একর জমিতে ৪টি পটল প্রদর্শনীর মাধ্যমে নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রত্যেক গুচ্ছ কৃষককে ৯০টি ফেরোমোন ফাঁদ (বোতল) ও ১ শ’ ৮০ টি ফেরোমন লিওর সরবরাহ করা হয়েছে, যা ক্ষেতে ব্যবহার করে নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদনে ভূমিকা রাখছে। বর্তমানে প্রতিটি পটল সবজি প্রদর্শনীর অবস্থা খুবই ভালো। আশা করা যায়, প্রদর্শনীর কৃষকেরা আশানুরূপ ফলন পাবে । মাঠদিবসে এলাকার গণ্যমান্য ব্যাক্তি, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা আ. লতিফ, মিলিয়ারা খাতুন, মামুনুর রশিদ, প্রদর্শনীর কৃষকসহ প্রায় তিন শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।