শীতকালে খামারে ভোরে যেসকল কারনে মুরগির বাচ্চা মারা যায় ও এর প্রতিকার

171

শীতকাল চলে এসেছে ভালমতই। গত কয়েকদিন ধরে ভোরবেলা ভালই শীত পড়ছে। খামারগুলোতে দেখা যায় সকালবেলা খাবার পানি দেয়ার একটু পরেই বাচ্চা মারা যায়। আজ আমি এই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ভোর বেলা বাচ্চা মারা যাবার কারনগুলো হল:-

১। রাতের বেলা প্রয়োজনের তুলনায় কম পানি দেয়া:- খামারী ভাইয়েরা রাতে কম পানি দেন ফলে পানি শেষ হয়ে যায় এবং বাচ্চা প্রচুর তৃষ্ণার্ত থাকে ফলে পানি দেয়ার সাথে সাথে বাচ্চা অনেক বেশী তাড়াহুড়া করে পানি খায় এবং চাপা পড়ে মারা যায়।
২। খামারগুলোতে দেখা যায় রাতে খাবার থাকে কিন্তু পানি থাকে না।অনেক সময় অতিরিক্ত খাবার খেয়ে পানি খেতে না পেয়ে বাচ্চা মারা যায়।
৩। সকালবেলা অনেকেই ব্রুডার বন্ধ করে দেন ফলে ঠান্ডায় বাচ্চা মারা যায়।
৪। সকালবেলা দেয়া পানির তাপমাত্রা কম থাকে ফলে বাচ্চা মারা যেতে পারে।
৫। ব্রুডিংয়ে সঠিক তাপমাত্রা না দেয়ার কারনে হয়।

প্রতিকার:-
১। রাতের বেলা পর্যাপ্ত পরিমান পানি দিতে হবে যেন গ্যাপ না থাকে।
২। সকালে খাবার পানি দেয়ার সময় প্রথমে খাবার তারপর পানি দেয়া।
৩। সকালবেলা সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রন করা।
৪। প্রয়োজনে সকালবেলা কুসুমগরম পানি দেয়া (২৪-২৬ ডিগ্রি)
৫। ভাল ব্রুডিং ব্যবস্থাপনা।
৬। ভেজা পেপার সরিয়ে ফেলা।