শীতে মুরগির প্রতি যেসব খেয়াল রাখতে হবে

211

শীতের সময়ে পোলট্রি তথা মুরগির জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা বরাদ্দ রাখতে হবে। মুরগি যাতে গাদাগাদি হয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পোলট্রি খামারে খাদ্য প্রদানের পরেই খুব ভালোভাবে সকল মুরগিকে শেডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অবলোকন করতে হবে। এ ক্ষেত্রে অসুস্থ মুরগি থাকলে চিহ্নিত করে আলাদা ব্যবস্থা নিতে হবে।

পোলট্রি খামারের শেডে বা ঘরে সব সময় আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। তবে বাতাসের কারণে যাতে মুরগির ঠাণ্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে খামারে পর্দার ব্যবস্থা রাখতে হবে।

পোলট্রি খামারে নিয়মিত মুরগির শেড/ঘরে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করলে রোগ-জীবাণু সহজে প্রবেশ করতে পারবে না। ফলে মুরগির রোগ হওয়ার সম্ভাবনাও কমে যাবে। শীতের সময়ে মুরগির দেহে পরজীবীর আবির্ভাব বেশি ঘটে, সে কারণে পরজীবী প্রতিরোধের আগাম ব্যবস্থা নিতে হবে।

পোলট্রি খামারে বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। পানির পাত্র কমপক্ষে দিনে দু’বার পরিষ্কার করতে হবে। পোলট্রি খামারের লিটার সময়মত পরিবর্তন করে দিতে হবে। লিটারে পানি পড়ে মুরগির ঠাণ্ডা যাতে না লাগে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ২৩ নভেম্বর, ২০২২