শীতে মুরগি পালনে যেসব বিষয় খেয়াল রাখবেন

243

শীতে খামার পরিচালনা

১) শীতের আগেই মুরগীকে RDV ভ্যাক্সিন করে ফেলুন!
২) সকালে পানি একটু দেরিতে দিন!

৩) সকালে ট্যাংকের পানি ব্যাবহার থেকে বিরত থাকুন,প্রয়োজনে পানি কুসুম গরম করে মুরগীকে দিন!
৪) সন্ধ্যার পর পরই পানি সরিয়ে ফেলুন!

৫) তুষের পুরুত্ব বাড়িয়ে ৫-৬ ইঞ্চি করে দিন!
৬) ঘর গরম রাখার ব্যাবস্থা করুন,প্রয়োজনে লাল লাইট অথবা হিটার ব্যাবহার করুন!
৭) মুরগীকে সপ্তাহে ২-৩ দিন আদা,রশুন,কালোজিরা,তুলসিপাতার রস,চা খেতে দিন!

৮) মাঝে মাঝে তুষ রোদে শুকিয়ে ঝরঝরে করে দিন!

৯) শাক লতাপাতা জাতিয় খাবার রোদের সময় খেতে দিন,,সকালের দিকে শাক লতাপাতা খেতে দিলে ঠান্ডা লাগতে পারে!
১০) খামারে নিয়ম মত জিবানুনাশক স্প্রে করুন!

ফার্মসএন্ডফার্মার/ ২৯অক্টোবর ২০২২