শীত পরবর্তী মাছ চাষিদের করণীয় ও সতর্কতা যেসব রয়েছে সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জানতে হবে। দেশের অনেক মাছ চাষিরাই তাদের পুকুরে মাছ চাষের সময় খুব একটা সতর্ক থাকেন না। শীত শেষ হওয়ার সাথে সাথেই মাছ চাষিদের বেশ কিছু কাজ করতে হয়। আজকের এ লেখায় আমরা জেনে নিব শীত পরবর্তী মাছ চাষিদের করণীয় ও সতর্কতা সম্পর্কে-
শীত পরবর্তী মাছ চাষিদের করণীয় ও সতর্কতাঃ
১। শীতের শেষে তাপমাত্রা বাড়বে এমতাবস্থায় চাষিদের প্রধান কাজ থাকবে ফিডিং শুরু করা। তবে ফিডিং শুরু করার আগেই পুকুরের পিএইচ, অ্যামোনিয়াসহ অন্যান্য ক্ষতিকর গ্যাস চেক করে নিতে হবে।
২। প্রয়োজন অনুযায়ী পুকুরের ক্ষতিকর গ্যাস দূর করতে হবে। এছাড়াও দরকার হলে চুন ও লবন প্রয়োগ করতে হবে।
৩। হঠাৎ করে মাছের খাদ্য প্রদান বাড়ানো যাবে না। মাছের সংখ্যার উপর নির্ভর করে যে পরিমাণ ফিড লাগে তার ৫% থেকে ১০% পরিমান খাদ্য প্রয়োগ করতে হবে। প্রয়োজনে ধীরে ধীরে বাড়াতে হবে অন্যথায় অনাকাঙ্ক্ষিত মড়ক দেখা দিতে পারে।
৪। তবে মাগুর মাছ চাষের ক্ষেত্রে পুরো দমে তাপমাত্রা না বাড়া পর্যন্ত জাল দেওয়া থেকে বিরত থাকতে হবে।
৫। এ সময়ে বিনা প্রয়োজনে পুকুরে কোন এন্টিবায়োটিক বা ভিটামিন সি প্রয়োগ করা যাবে না।
ফার্মসএন্ডফার্মার/১১মার্চ২০২১