শেখ হাসিনা মনে করেন কেউ গৃহহীন থাকবে না: গণপূর্তমন্ত্রী

308

র‌্যালী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে ‘সবার জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন’। এটি আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার কাজ করে চলেছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে আয়োজিত র‌্যালি অনুষ্ঠানে বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

সবার জন্য পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার বিশ্বে রোল মডেল হবে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে শ ম রেজাউল করিম এসব কথা বলেন। এর আগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

শোভাযাত্রা উদ্বোধন করে মন্ত্রী বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ বিশ্ব বসতি দিবস উদযাপন করছে। এবারে প্রতিপাদ্যের মূল কথা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করে সেটাকে কাজে লাগানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে “সকলের জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন”। এটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে চলেছে।

দেশের বিত্তবান, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, এমনকি যাদের কোনো কিছু নেই অর্থাৎ যারা ভাসমান বস্তিবাসী, তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। একজন লোকও দেশে আবাসহীন থাকবে না। জনগণের সাংবিধানিক অধিকার বাসস্থান বাস্তবায়নের জন্য আমরা কাজ করে চলেছি।’

শ ম রেজাউল করিম আরও বলেন, ‘আমাদের আবাসন প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে বাসযোগ্য, পরিবেশসম্মত আধুনিক আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা। ঢাকা শহর থেকে গ্রাম পর্যায়ে এবং “আমার গ্রাম-আমার শহর” ধারণাকে কার্যকর করে নাগরিক সুবিধা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। সারা বিশ্বকে বাসযোগ্য, পরিবেশসম্মত ও সমৃদ্ধ আধুনিক বিশ্বে পরিণত করার যে বিশ্বব্যাপী পরিকল্পনা, তার রোল মডেল বাংলাদেশ। এ রোল মডেল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে বিশ্ব বসতি দিবস পালনের নির্দেশনা দিয়েছেন।

আমরা চাই সব মানুষ সম্মিলিতভাবে পরিকল্পিত আবাসন গড়ে তুলুক।’ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘সবার জন্য পরিবেশসম্মতভাবে আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার সারা বিশ্বে রোল মডেল হবে। সারা দুনিয়ায় যেমন নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা, এ ক্ষেত্রেও তার নেতৃত্ব থেকে সারা দুনিয়া শিক্ষা গ্রহণ করবে।’

শোভাযাত্রার সমাপনী বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদউলস্না খন্দকার বলেন, ‘মন্ত্রণালয়াধীন সব আবাসন প্রকল্পে আমরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার সংস্থান রাখব। এ লক্ষ্যে ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি।’ বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ)-এর সদস্য, রিহ্যাবের সদস্যসহ আবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ