শেরপুরের নকলায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ

304

নকলা

শেরপুরের নকলায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া সেরা নার্সারী স্টলের মালিক ও সেরা ফল উৎপানকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের সম্মাননা স্মারক এবং অংশগ্রহণকারী সকল নার্সারী স্টল মালিকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমনের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বিএডিসি আলু হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষক আলহাজ্ব কিতাব আলী প্রমুখ।

তিন দিন ব্যাপী এ মেলায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুল, ফল, কাঠ ও ঔষুধী বৃক্ষের বেশ কয়েকটি স্টল স্থাপন করা হয়েছিল।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ