শেরপুরে আগাম জাতের বিনাধান-১৭

370

বিনা-ধান

শেরপুর: আমন মৌসুমে কৃষকদের মাঝে আগাম জাতের বিনাধান-১৭ আশার আলো ছড়াচ্ছে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্পমেয়াদী, খরসহিষ্ণু এবং সার ও উৎপাদন খরচ কম লাগায় উচ্চ ফলনশীল বিনাধান-১৭ চাষে আগ্রহ বাড়ছে। ২৯ অক্টোবর সোমবার সকালে সদর উপজেলার কসবা কাচারিপাড়া এলাকায় স্থানীয় কৃষক কামরুল হাসান খানের এক একর জমির একটি প্রদর্শনী প্লটের বিনাধান-১৭ কেটে শুকনা অবস্থায় ৬০ মণ ফলন পাওয়া যায়। মাত্র ১০৫ দিনে এমন ফলন ঘরে তুলতে পারায় আশপাশের কৃষকদের মধ্যে এ ধান বেশ সাড়া ফেলেছে।

এ শস্য কর্তন মাঠ দিবসে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন।

ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুলের সভাপতিত্বে মাঠ দিবসে অন্যনান্যের মাঝে বক্তব্য রাখেন বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আকতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, কৃষক কামরুল হাসান খান প্রমুখ। মাঠ দিবসে এলাকার দেড় শতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন