শেরপুরে ‘বোনাস ফসল’ আউশের ধানকাটা উৎসব

647

শেরপুরে ‘বোনাস ফসল’ আউশের ধানকাটা উৎসব

শেরপুরে কৃষকের ‘বোনাস ফসল’ হিসাবে পরিচিত আউশের ‘ধান কাটা’ উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নে হাওড়া এলাকায় মাঠ দিবসের অনুষ্ঠান হয়।

জেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা। অনুষ্ঠানে এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষক মোকাররম আলীর দুই বিঘা জমিতে আউশ জাতীয় ব্রি ধান-৪৮ এর একটি প্লটের ধান কাটা উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয় রাজস্ব খাতের অর্থায়নে। কৃষক মোকাররম এমন ফলন পেয়ে খুব খুশি।

মূলত এই জাতের আউশ ধান বোরো ও আমনের মাঝামাঝি সময়ে রোপন করা যায়। এর জন্যে আলাদা সেচের প্রয়োজন হয় না। বৃষ্টিতেই সেচের কাজ চলে যায়। যার ফলে কৃষকদের কাছে এই ধানটি পরিচিতি পচ্ছে ‘বোনাস ফসল’ হিসাবে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ