শেষ হয়ে গেল আহকাব’র ৪র্থ ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা

332

300

বাংলাদেশে এ্যানিমেল হেল্থ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) চতুর্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা ও সেমিনারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৮ মার্চ থেকে শুরু হওয়া তিন দিনের এই মেলা ১০ মার্চ শনিবার শেষ দিনে উৎসুক জনতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

তিন দিনের এ মেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, মাননীয় সংসদীয় স্থায়ী কমিটি সদস্য, মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান(ডিজিডিএ), ডা. মো. আইনুল হক (ডিএলএস), আহকাবের প্রেসিডেন্ট একেএম আলমগীর, আহকাবের সেক্রেটারি জেনারেল ডা. মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

মেলায় বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জাপান, চীন, স্পেন, তুরস্ক, রোমানীয়া, ভিয়েতনাম, কোরিয়া, ভারত, থাইল্যান্ডসহ অন্যান্য দেশের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং এ্যানিমেল হেল্থ সেক্টরে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকরনাদি উপস্থাপন করে।
বাংলাদেশের প্রাণিজ সেক্টরের সকল উদ্যোক্তা, খামারী, পেশাজীবি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগন মেলায় অংশগ্রহনের মাধ্যমে মেলাকে আরো প্রাণবন্ত করে তুলে ।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের স্টল প্রদর্শনীর ওপর ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

এতে প্রথম স্থান অর্জন করেন-একমি ল্যাবরেটরিস লিমিটেড, ২য় স্থানে ঢাকা গ্রুপ, ৩য় স্থান অধিকার করেছে স্কাইটেক লিমিটেড, চতুর্থ হয়েছে ইউনিং এগ্রো এবং পঞ্চম স্থান অধিকার করেছেন ইব্রাতস ট্রেডিং কোম্পানি।

[metaslider id=”8248″]

এছাড়া মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে সান্তনা পুরস্কার প্রধান অতিথিসহ মঞ্চে উপবিষ্ট অতিথিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশি-বিদেশি ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি বিজ্ঞানীরা সেমিনারে অংশ নিয়ে সেখানে প্রায় ৬১টি গবেষণপত্র উপস্থাপন করেন।

বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমর্থনে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবারের মেলাটি প্লাটিনাম স্পন্সর হিসেবে এমএসডি এ্যানিমেল হেল্থ (বেঙ্গল ওভারসিস লিমিটেড), গোল্ড স্পন্সর হিসেবে পিভিএস গ্রুপ, ভারত এবং সিলভার স্পন্সর হিসেবে ঢাকা গ্রুপ পৃষ্ঠপোষকতা করে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন