শৈলকুপায় কৃষকদের কাছে থেকে সরাসরি ধান কিনছেন ইউএনও

318

ধান-কেনা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকে: ঝিনাইদহের শৈলকুপায় কৃকদের কাছ থেকে ধান কিনছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উসমান গনি।

সরাসরি কৃষকদের কাছে থেকে সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা মূল্যে প্রতিমণ ধান কিনছেন তিনি। শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে পর্যায়ক্রমে তিনি সরাসরি ধান ক্রয় করছেন। ইতোমধ্যে তিনি অনেক ইউনিয়ন থেকে ধান কেনা শেষ করেছেন।
মঙ্গলবার ইউএনও উসমান গনি উমেদপুর ইউনিয়নের কৃষকদের কাছে থেকে ন্যায্যমূল্যে সরাসরি ধান ক্রয় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুন্নবী, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা প্রমুখ।

চলমান বোরো ধান সংগ্রহ অভিযান ২০১৯ এর আওতায় এবার শৈলকুপা উপজেলায় ১১২৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন