শ্রীপুরে এনাম হ্যাচারী এন্ড ফিডস লি: এর দ্বিতীয় প্লান্ট উদ্বোধন

507

গাজীপুরের শ্রীপুরে এনাম হ্যাচারী এন্ড ফিডস লিমিটেডের দ্বিতীয় প্লান্ট উদ্বোধন করেছেন প্রধান অতিথি প্রাণিসম্পদ অধিদপ্তরের (প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন) পরিচালক ডা. শেখ আজিজুর রহমান। শনিবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে কারখানার দ্বিতীয় প্লান্ট উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক মোল্লা এনাম।

প্রতিষ্ঠানটির এক যুগ পূর্তি উপলক্ষ্যে কারখানা প্রাঙ্গণে পাঁচশতাধিক দরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা এলআরআই ঢাকার ডা. নকীব উল্লা সিদ্দিকী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রুকুনুজ্জামান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হামজা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আসমত আলী আরিফ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোশাররফ হোসেন ভুঁইয়া, মাওনা ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলেক শিকদার, কারখানার পরিচালক ওয়াজেদ আহমেদ অনিক, ওয়াকিল আহমেদ অপু প্রমুখ।

ফার্মসএন্ডফার্মার/০২জানুয়ারি২০২১