শ্রীপুরে বজ্রপাতে কৃষকের ৩০ জোড়া কবুতরসহ দুটি ঘর পুড়ে ছাই

314

পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে এক কৃষকের ৩০ জোড়া কবুতর ও মালামালসহ দুটি বসতঘর পুড়ে গেছে। তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই কৃষক পরিবার।

স্থানীয়রা জানান, রোববার মধ্যরাতে একাধিক বজ্রপাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসুতা গ্রামের কৃষক আল আমীনের ঘরে আগুন ধরে যায়। মুহুর্তে দুটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘরে থাকা টিভি, ফ্রিজ, কাপড়, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

এসময় তার দেশী-বিদেশী প্রায় ৩০ জোড়া কবুতরও পুড়ে ছাই হয়। ঘটনার সময় তিন সন্তান ও স্ত্রীসহ আল আমিন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় কেউ হতাহত হননি।

ফামর্সএন্ডফার্মার২৪/জেডএইচ