সঠিক সময়ে মুরগীর ঘরের জায়গা বাড়ানোর গুরুত্ব

869

মুরগী প্রথমদিকে অনেক ভাল থাকে কিন্তু দেখা যায় বড় হবার সাথে সাথে সমস্যা বাড়তে থাকে বিশেষ করে পুরো ঘরে মুরগী ছেড়ে দেয়ার পরেই ঠান্ডা জনিত সমস্যার খপ্পরে পড়েন।এবং দোষ গিয়ে পড়ে জায়গার উপর এবং তাঁরা মনে করেন ২০ দিনের আগে মুরগী পুরো ঘরে ছেড়ে দিলে মুরগীর ঠান্ডা লেগে যাবে যেটা একটা চরম ভ্রান্ত ধারনা।আজ এটা নিয়েই আলোচনা করার চেষ্টা করছি।

প্রথমেই জেনে নিই ব্রয়লারে কতদিনে কতটুকু জায়াগা দেয়া ভাল:-

১-৩ দিন :- একটা ২৪ ফুট লম্বা বোর্ড কে গোল করলে যতটুকু গোলাকার জায়গা হয় ততটুকু ৫০০ মুরগীর জন্য।

৪-৭ দিন:- একটা ৪০ ফুট লম্বা বোর্ডকে গোল করলে যতটুকু জায়গা হয় ততটুকু।

এরপর:-
৮ দিন:- শীতে ৫০% গরমে ৬০% জায়গা
৯ দিন:- শীতে ৬০% গরমে ৮০% জায়গা
১০ দিন :- শীতে ৮০% গরমে ১০০% জায়গা
১৪ দিন:- শীতে ১০০% জায়গা
অর্থাৎ ১৪ দিনের মধ্যেই পুরো জায়গা দিতে হবে,

কারন:-
১। মুরগীকে যত বড় জায়গা দেয়া হবে মুরগী তত বড় হবার সুযোগ থাকে।
২। মুরগীর যত বড় জায়গা দেয়া হবে ততবেশী খাবার এবং পানির পাত্র দেয়া যাবে ফলে মুরগী নিজেদের মধ্যে খাবার নিয়ে তেমন ঝগড়া হবে না ফলে গ্রোথ ভালো হবে।
৩। মুরগীকে বেশী জায়গা দিলে গ্যাস জমার সমস্যা কমে যাবে।
৪। মুরগীর রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন হয়।
৫। ভ্যাক্সিনেশনের সময় মুরগী পানি খাওয়া নিয়ে প্রতিযোগিতা কম হবে।

প্রয়োজনের তুলনায় জায়গা বা খাবার পানি কম দিলে মুরগীর গ্রেডিং হয়ে যায়।মুরগী ছোট বড় হয় এবং ওজন কম আসে।

জায়গা বাড়ালে ঠান্ডার সমস্যা কেন হয়?ঃ

জায়গা বাড়ানোর সাথে ঠান্ডা লেগে যাওয়ার কোন সম্পর্ক নেই।

জায়গা বাড়ানোর সময় অধিকাংশ খামারী নতুন লিটার হিসেবে কাঠের ভূসি দেন এবং সেখানে পুরাতন লিটার যোগ করেন না তার পর দেখা যায় দেয়া মাত্রই বাচ্চা সেখানে খেলা আরম্ভ করে এবং লিটার উড়তে থাকে। এবং এগুলো নাকে মুখে ঢুকে যায়। নাকের ছিদ্র দিয়ে ঢুকলেই ঘটনা ঘটে যায় অর্থাৎ দুই একদিনের মধ্যেই মুরগী নাক ঝাড়া আরম্ভ করে এবং ঠান্ডা লেগে যায় আর আমরা দোষ দেই বেশী জায়গার।

জায়গা বাড়ানোর সময় করনীয় :-
১। জায়গা বাড়ানোর আগের দিন লিটার বিছিয়ে দিন।
২। লিটারে জীবানুনাশক স্প্রে করুন।
৩। পুরাতন লিটার ১/৩ অনুপাতে মিশিয়ে দিন।
৪। আবার স্প্রে করুন ।
৫। লিটার বেশী শুকনা কিংবা বেশী ভিজা কিনা পরীক্ষা করুন হাতের মুঠোয় চাপ দিয়ে।
৬। খাবার এবং পানির পাত্র বসিয়ে দিন লাইন করে।
৭। তার পর ব্যারিকেড সরিয়ে দিন।

ফার্মসএন্ডফার্মার/১৩ সেপ্টেম্বর২০