যেসব শাকসবজির দাম ঊর্ধ্বমুখী

412

1575048885_34
সবজির বাজার সপ্তাহের ব্যবধানে ঊর্ধ্বমুখী রয়েছে। বাজারে মুলা ছাড়া প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত। সবজির সঙ্গে বেড়েছে সবধরনের শাকের দাম। শাকসবজির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে কাঁচা মরিচের দাম।

রাজধানীর কারওয়ান বাজার (খুচরা বাজার), মগবাজার, রামপুরা, মালিবাগ, মালিবাগ রেলগেট, খিলগাঁও, মতিঝিল টিঅ্যান্ডটি বাজার, ফকিরাপুল কাঁচাবাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। সপ্তাহের ব্যবধানে এসব বাজারে কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়ে গাজর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, টম্যাটো ৬০ থেকে ৭০ টাকা, টম্যাটো (আধাকাঁচা) ৪০ থেকে ৫০ টাকা, শসা ৫০ থেকে ৭০ টাকা, খিরা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

সবজিভেদে কেজিপ্রতি ১০ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে শিম (কালো) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, শিম (সাদা) ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন ৪০ থেকে ৮০ টাকা, নতুন আলু ৩৫ থেকে ৪০ টাকা, পটোল ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪০ থেকে ৬০ টাকা, উচ্ছে ৫০ থেকে ৮০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। তবে অপরিবর্তিত আছে কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচ বাজারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে। এ ছাড়া পাঁচ থেকে ১০ টাকা বেড়ে আকারভেদে প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ২৫ থেকে ৩৫ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকায়।

এসব বাজারে দাম বেড়ে আঁটিপ্রতি (মোড়া) কচুশাক পাঁচ থেকে সাত টাকা, লালশাক ১০ টাকা, মুলারশাক ১০ টাকা, পালংশাক ১০ থেকে ১৫ টাকা, পুঁইশাক ১৫ থেকে ২০ টাকা, লাউশাক ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

হাসান বাবুল নামে মালিবাগ বাজারের এক ক্রেতা বলেন, বাজারে একটা পণ্যের দাম কমছেতো, দুই দিন না যেতে আবার বেড়ে যায়। সবধরনের সবজির দাম কমেছিল, আবার আজ বাড়তি। আসলে আমাদের বলার কিছু নেই, আমরা ব্যবসায়ীদের কাছে জিম্মি। এ বাজারে সবজিবিক্রেতা শফিকুল ইসলাম বলেন, সবজির বাজার সবসময় ওঠানামা করে। কাঁচামালের বাজার এক থাকে না। আজ বাজারে মালামাল কম এসেছে, তাই দাম বেড়েছে।