সমকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদপত্রের প্রশংসা করলেন কৃষিমন্ত্রী

553

মন্ত্রী

সংবাদপত্র সমাজের দর্পণ। কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক বলেছেন, সমাজের সামগ্রিক বিষয়াদি সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ পায় বলেই সংবাদপত্রকে সমাজের দর্পণ বলা হয়ে থাকে। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, জনমুখী আন্দোলনে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিক হিসেবে ভূমিকা রেখে চলেছে আমাদের দেশের সংবাদ পত্র। বন্তুনিষ্ঠ সাংবাদিকতা সবাইকে উপকৃত করে আকৃষ্ট করে। নৈতিকতা এবং সংবাদকর্মীর বস্তুনিষ্ঠতা-সত্যনিষ্ঠতা অতি আবশ্যিক প্রপঞ্চ।

শুক্রবার আজরাধানীর তেজগাও শিল্প এলাকায় সমকালের নিজস্ব অফিস ভবনে পত্রিকাটির ১৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন; ‘অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস’- স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে সমাকাল। সত্য ও ন্যায়ের পথ ধরে ১৫ বছর সকল অসততার বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ করে চলেছে সেই পথে আরো বহুদুর এগিয়ে যাবে। দল ও মতের ঊর্ধ্বে সমাজের প্রকৃত দর্পণ রূপে সমাজের সঠিক চিত্র সংবাদপত্রেপ্রকাশ ককরেচলছেসমকাল।সমাজ ও রাষ্ট্রের অসংকতি সম্পর্কে পাঠক জানতে ও বুঝতেপেরে সচেতনভাবে অসংগতি নিরসনের ভূমিকায় অবতীর্ণ হতে সক্ষমতা অর্জন করতে পারবে। রাষ্ট্র ও সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ কেবল নয়, আবশ্যিক এবং অনিবার্যও বটে।

সাহ্যিতিক সহ আনুষ্ঠানে দেশবরেণ্য রাজনীতিবিদ, শিল্পি, মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম এর অন্যতম সদস্য বেগম মতিয়া চেীধুরী এমপি, মো: নাসিম এমপি, প্রাক্তন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদুত রবার্ট চ্যাটার্টন ডিকসনসহ প্রতিষ্ঠা বার্ষিকীতে সমকালের প্রকাশক,সাংবাদিক কলা কুশলীসহ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্তসকলকে শুভেচ্ছা জানাইকৃষিমন্ত্রী।

সভায় উপস্থিত সকলে প্রয়াত বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের কথা স্মরণকরে তার প্রতি গভীর শ্রদ্ধজানান।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ