সম্পাদকীয়

595

কৃষি উন্নয়ন:

কৃষি, মৎস্য, পোল্ট্রি ও ডেইরি সেক্টরকে আধুনিক ও যুগোপযোগী করে তোলা এবং এই সেক্টরের সাথে সংশ্লিষ্ট সকলকে সচেতনতা তৈরি করার লক্ষে সম্পূর্ন নতুন আঙ্গিকে এক ঝাঁক তরুন সাংবাদিকের সমন্বয়ে  “ ফার্মস এন্ড ফার্মার ২৪.কম” এর যাত্রা শুরু । সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি ।

বাংলাদেশের একটি বৃহৎ অংশ জুড়ে রয়েছে কৃষি । এদেশের প্রায় ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কৃষির উপর নির্ভরশীল । তাছাড়া দেশের অনেক শিক্ষিত বেকার যুবক আত্নকর্মসংস্থানের বিকল্প পথ হিসেবে কৃষি সেক্টরকে বেছে নিয়েছে । এদের মধ্যে কেউ করছে মুরগী পালন, কেউ চাষাবাদ করে ,কেউ মাছ চাষ, অনেকে আবার ডেইরি ফার্ম করে জীবিকা নির্বাহ করছে । কিন্তু দুঃখের বিষয় এই, যে দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করছে কৃষি সেক্টরকে আবর্তন করে, সেই সেক্টরই আজ অবহেলিত এবং সুবিধা বঞ্চিত । যেমন ব্যাংক ঋণ সুবিধা, কৃষকের পণ্যের ন্যায্য দাম, ফিডের মূল্য বৃদ্ধি, একদিন বয়সী বাচ্চার মূল্য ইত্যাদি সব কিছুতেই একটা অসামঞ্জতা চোখে পড়ার মতো । এই ধারা যদি অব্যাহত থাকে এবং সরকার ও এই সেক্টরের সাথে জড়িত শিল্প মালিকগণের একান্ত প্রচেষ্টা না থাকে তাহলে এই সেক্টরের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে । যদি কৃষি ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে কৃষককে সহজ শর্তে ঋণ প্রদান , পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারন করে দাম লিপিবদ্ধ করা, ফিডের দাম ও বাচ্চার দাম সহনীয় পর্যায়ে রেখে খামারিদের উৎসাহিত করা যায় তাহলে একদিকে যেমন কৃষি ও কৃষি সংশ্লিল্ট শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারন বৃদ্ধি পাবে অন্যদিকে বেকারত্বের হার হ্রাস পাবে ও উৎপাদনের পরিমান ও বাড়বে । যার ফলে দেশ হবে সুখ ও সমৃদ্ধিময় ।