সরকার প্রাণিসম্পদ উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে

315

খুলনার ডুমুরিয়ার

মো. আবদুর রহমান, খুলনা থেকে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলেছে। সরকারের সঠিক নীতিমালার ফলে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বিগত সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী গত ১০ মার্চ খুলনার ডুমুরিয়ার শাহাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে প্রাণিসম্পদ উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ খাতে গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ফলে অর্থনৈতিন উন্নয়নে এ খাতের ভূমিকা রেখেছে অনেক। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিযে বিদেশে রপ্তানীর লক্ষে প্রাণিসম্পদ খাতকে ঢেলে সাজানো হচ্ছে। বর্তমানে দেশীয় উৎস থেকে তরল দুধ, মাংস ও ডিমের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। প্রতিমন্ত্রী আরো বলেন, এ ইনস্টিটিউট নির্মান কাজ শেষ হলে এখানে প্রাণিসম্পদ বিষয়ে গবেষণার সুযোগ হবে। ফলে এ খাতের উন্নয়ন আরও বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.মো. আইনুল হক, ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির প্রকল্প পরিচালক ডা. মুহাম্মদ হায়দার আলী এবং খুলনা জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ। খুলনা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক ডা. মো. নিজাম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ আনোয়ার উল ইসলাম,খুলনা পোল্ট্রি ও ফিস ফিড মালিক সমিতির সভাপতি এস এম সোহরাব হোসেন, রুদঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন এবং রংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামপ্রসাদ জোয়াদ্দার। এর আগে প্রতিমন্ত্রী ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।