সহজেই আয় করতে গড়ে তুলুন খাকি ক্যাম্পবেল হাঁসের খামার, বাচ্চা পাবেন যেখানে

743

১. পালকের রং খাকি, মাথা এবং ঘাড় ব্রোঞ্জ রঙের, পা ও পায়ের পাতার রং হাঁসার হলুদ, হাঁসীর কালো। ঠোটের রং হাঁসা নীলাভ, হাঁসী কালো। বর্তমান বাজারে স্থান ভেদে ১ হালি খাকি ক্যাম্পবেল হাঁসের ডিমের মূল্য ৪০ থেকে ৫০ টাকা

২. ডিম-এর উদ্দেশ্যে এ জাতের হাঁস পালন করা হলেও ডিম পাড়ার পর স্ত্রী হাঁস এবং হাঁসাকে মাংস হিসেবে ব্যবহার করা যায়।বছরে প্রায় ২৫০- ৩০০ টি ডিম দেয়।

৩. এ হাঁসের মাংসও মুরগির মতোই পুষ্টিকর।

৪. এই হাঁস কেবল খাবার ও গলা ডোবানোর জন্য প্রয়োজনীয় পানি পেলেই সহজ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। তাই পুকুর বা অন্যান্য জলাশয় ছাড়াই এ হাঁস পালন সম্ভব।

৫. খাকি ক্যাম্পবেল জাতের হাঁস বেশ কষ্টসহিষ্ণু।

৬. খাকি ক্যাম্পবেল হাঁস সাড়ে ৪ মাস বয়স থেকেই ডিম দিতে শুরু করে এবং বছরে গড়ে প্রায় ২৫০- ৩০০টি পর্যন্ত ডিম দেয়।

৭. ডিমের রং সাদা এবং আকারও অপেক্ষাকৃত বড়। বছরে প্রায় ২৫০- ৩০০ টি ডিম দেয়।বর্তমান বাজারে স্থান ভেদে ১ হালি খাকি ক্যাম্পবেল হাঁসের ডিমের মূল্য ৪০ থেকে ৫০ টাকা

৮. খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বয়ঃ প্রাপ্তদের ওজন ২- ২.৫ কেজি হয়ে থাকে।

৯. এ জাত টানা ১-৩ বছর পর্যন্ত একই হারে ডিম পাড়ে।

১০. ডিম উৎপাদনের জন্য দেশি হাঁসের ক্ষেত্রে পুরুষ হাঁসের প্রয়োজন হলেও খাকি ক্যাম্পবেল জাতের ক্ষেত্রে পুরুষ হাঁসের উপস্থিতি প্রয়োজন হয় না।

১০। বর্তমান বাজারে স্থান ভেদে ১ হালি খাকি ক্যাম্পবেল হাঁসের ডিমের মূল্য ৪০ থেকে ৫০ টাকা

খামারি ভাইয়েরা বাচ্চার জন্য কল করুন – হাঁসের উর্বর ডিম ও বাচ্চা সাড়া দেশে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি।
প্রয়োজনে যোগাযোগঃ 01710383543

ফার্মসএন্ডফার্মার/২৬আগস্ট২০