সহজ ১০ টি কৌশল অবলম্বন করে আপনার গরুকে করুন হৃষ্টপুষ্ট

800

বাংলাদেশে বর্তমানে বহু গরুর খামার গড়ে উঠেছে। এই সকল গরুর খামারের মধ্যে অনেকই শুধু গরু মোটা তাজা করন প্রকল্প বাস্তবায়ন করছেন। অনেকেই সফল ভাবে তা পরিচালনা করছেন আবার অনেকে নানা রকম সমস্যায় পরছেন।

সূতরাং গরু মোটাতাজাকরণ বা গরু হৃষ্টপুষ্ট করণের পদ্ধতি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একটি লাভজনক ব্যবসা।

গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ায় সফল হতে ধারাবহিকভাবে যে সকল কৌশল অবলম্বন করতে হয় তা নিন্মরূপ-

গরু হৃষ্টপুষ্ট করণের ১০ টি কৌশল:

১) ভাল ব্রিড বাছাইকরণ।
২) শুকনা কিন্তু রোগা নয় এমন গরু বাছাইকরণ।

৩) ৪ মাস পরপর সময়মত কৃমিমুক্ত করণ।
৪) বছরে ২ বার ভ্যাকসিন প্রদান।

৫) প্রজেক্টের সময় নির্ধারণ, সেক্ষেত্রে ৪ মাস বেস্ট।
৬) প্রজেক্টের সময় নির্ধারণ অনুযায়ী গরু বাছাইকরণ।

৭) গরুর বয়স অনুযায়ী খাদ্য ম্যানু তৈরি করণ।
৮) গরুকে অবাধ বিচরণ করার সুযোগ দিন এবং সেভাবে পালন করার চেষ্টা করুন, লেবার খরচ কমে যাবে।

৯) খামারে ডিজিটাল ওয়েট স্কেল রাখুন।
১০) অল্প কিছু প্রাথমিক চিকিৎসা নিজেই শিখে ফেলুন।

উপরের নিয়মগুলি সফল ভাবে মেনে চললে আপনার খামারের গরুও হবে হৃষ্টপুষ্ট এবং আপনি আর্থিকভাবে হবেন অনেক লাভবান।

ফার্মসএন্ডফার্মার/২১জুলাই২০