সাতক্ষীরার তালায় মৎস্য চাষিদের নিরাপদ খাদ্য ও উন্নত জলজ পালন বিষয়ক প্রশিক্ষণ

647

মৎস্যচাষিদের প্রশিক্ষণ

তালায় চিংড়ি ও সাদা মাছ চাষিদের নিরাপদ খাদ্য ও উন্নত জলজ পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা গ্রামীণ মৎস্য খামারে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

২০১৮-১৯ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় দ্বিতীয় ব্যাচে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিদের গুড একুয়াকালচার প্রাকটিস অ্যান্ড ফুড সেফটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) নির্মল কুমার ঘোষ।

এ সময় সাংবাদিক আব্দুল আলীম, ক্ষেত্র সহকারী রফিজ উদ্দীনসহ মৎস্য চাষি সমীর কুমার দাশ, এস আর আওয়াল, জুলফিকার রায়হান, মানজুরুল হাসান বাবুল, জাকির হোসেন, আব্দুল আলীম, আছাদুল ইসলাম, সিদ্দিক ও আলমগীর হোসেনসহ প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন চাষি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় ইতোপূর্বে প্রথম ব্যাচে ২০ জন মৎস্য চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণে মাছ চাষিদের অধিকতর লাভবান করার জন্য সঠিক ও স্বাস্থ্যকরভাবে মাছ চাষ ও বাজারজাতকরণসহ সার্বিক বিষয়ে ধারণা দেওয়া হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন