সাতক্ষীরায় বুলবুলের তাণ্ডবে ব্যাপক ক্ষতি

339

download

ঘূর্ণিঝড় বুলবুল প্রচণ্ড শক্তি নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে আঘাত হেনেছে। শনিবার রাত ৩ টার দিকে বুলবুলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সুন্দরবন। ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লক্ষাধিক মানুষ।

বুলবুলের এমন তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্যামনগরের গাবুরা,রমজাননগর, কৈখালী ও মুনসীগঞ্জ ইউনিয়ন । এখানে বেশ কয়েকটি নদীর বেড়ীবাধে ফাটল দেখা দিয়েছে। জেলায় দুইলক্ষ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩২ হাজার কাঁচা ও পাকা ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬ হাজার ঘরবাড়ি। এছাড়া ফসলের ক্ষেত ও চিংড়ি ঘের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ পরবর্তী সময়ে নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, স্বেছাসেবকরা কাজ করে যাচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান এ কথা বলেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, দুপুরের জোয়ারে দুর্গাবাটি, দাঁতিনাখালি ও চৌদ্দরশি বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হতে পারে।

বুলবুলের আঘাতে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বাড়িঘর পড়ে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ