সাদুল্যাপুরের বন্যায় ভেসে গেছে ২৮৪ পুকুরের মাছ

440

zakir-pic

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা থেকে: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চলমান বন্যায় ২৮৪ পুকুরের সাড়ে ৪০ মে. টন মাছ জলে ভেসে গেছে। প্রায় অর্ধকোটি টাকার মল্যের মাছ ভেসে যাওয়ায় মৎস্য চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন।

তারা লাভের আশায় এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করে চরম বিপাকে পড়েছেন। ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন এ নিয়ে নির্ঘুম রাত পোহাচ্ছে চাষিরা।

এ বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি কী করে পুষিয়ে নেবে এই চিন্তায় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এবারে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে না পারলে মাছের চাহিদা সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন মৎস্য ব্যবসায়ীরা।

উপজেলার মাছচাষি আব্দুল হালিম বলেন, “এবারে বন্যায় তার পুকুরের মাছ ভেসে গেছে। এখন সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানোর আর কোনও উপায় নেই।”

আরেক চাষি রাজু মিয়া বলেন, “প্রাকৃতিক দুর্যোগে জমির ফসল, পুকুরের মাছ সব নষ্ট হয়েছে। সরকার যদি বিনামূল্যে মাছচাষিদের মধ্যে বড় সাইজের পোনা মাছ দেয় তাহলে চাষিরা উপকৃত হবে।”

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বন্যায় ২৮৪ পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। যার উৎপাদন হতো প্রায় সাড়ে ৪০ মেট্রিক টন মাছ। ক্ষতির পরিমাণ পায় ৫১ লাখ টাকা।

সাদুল্যাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. আইরিন সিদ্দীকা এ তথ্য নিশ্চিত করে বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মাছচাষিদের ক্ষতির বিষয়টি সংশিষ্ঠ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বরাদ্দ পেলে চাষিদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।”

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম