সাপে কাটলে যা করবেন

634

বাংলাদেশের গ্রামগুলুতে সর্পদংশন বা সাপে কাটার ঘটনা প্রায়শ ঘটে থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এর প্রকোপ বেড়ে যায়।
বেশিরভাগ মানুষের সাপে কাটা সম্পর্কে অযথা ভীতি রয়েছে। যদিও আমাদের দেশের বেশির ভাগ(শতকরা ৯০% এর উপর) সাপ বিষধর নয়।

বাংলাদেশে যে কয়েকটি প্রজাতির বিষধর সাপ রয়েছে সেগুলো হল-
১.কোবরা(গোখরা)
২.কেউটে(ক্রেইট)
৩.চন্দ্রভোড়া( রাসেলস ভাইপার)
৪.সামুদ্রিক সাপ
৫. রাজ গোখরা(কিং কোবরা)

সাপে কাটলে বা সাপে কাটছে সন্দেহ হলে করণীয়-

১.সাপে কাটলে রোগীর চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা করতে হবে। তাই রোগীকে ওই স্থানেই শুইয়ে রাখতে হবে। রোগীর নাড়াচাড়া সম্পুর্ন বন্ধ রাখতে হবে, নইলে মাংশপেশির সংকোচনে বিষ দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে।
২. দংশিত স্থানটি পরিষ্কার পানি দিয়ে বারবার ধুতে হবে।
৩. দংশিত স্থানে কোনভাবেই কাটাছেড়া করা যাবেনা। কেবল ভেজা কাপড় দিয়ে বা জীবাণুনাশ লোশন দিয়ে ক্ষতস্থান মুছে দিতে হবে।
৪. সাপ যদি হাতে বা পায়ে কামড় দেয় তবে বাঁধন দিতে হবে। বাঁধন দেওয়ার ক্ষেত্রে সরু সুতা বা রাবার ব্যান্ড দিয়ে বাধন দেওয়া যাবে। বাঁধনটি অবশ্যই দড়ি বা নরম কাপড় যেটির চওড়া কমপক্ষে দেড় ইঞ্চি যেন হয়। বাঁধন খুব শক্ত হওয়া যাবেনা। বাঁধন এমনভাবে দিতে হবে যেন ১টা আঙুল ওই বাধনের ভিতর দিয়ে যেতে পারে।!
৫. রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে।স্থান্তরের সময় রোগীকে হাটতে দেওয়া যাবে না। আক্রান্ত ব্যক্তিকে খটিয়া বা দোলনায় শুইয়ে হাসপাতালে আনতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৪আগস্ট২০