সাভারে ৪দিন ব্যাপী ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও সার্ভিলেন্স’ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা

357

সাভার-১

সাভারে  চার দিন ব্যাপী ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও সার্ভিলেন্স’ শীর্ষক এক প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। সোমবার ( ৯ সেপ্টেম্বর) সাভারের অফিসার্স ট্রেনিং ইন্সটিটিউটে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধনী করেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন, সরকার মৎস্য ও প্রানিসম্পদের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে চলেছে। বেকারত্ব দূরীকরণে বিনা সুদে ঋণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করার ব্যবস্থা গ্রহণ করেছে।

এই মংস্য ও প্রাণীসম্পদ আমাদের দেশের উন্নয়নে কর্যকারি ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি।

সাভার-২

অফিসার্স ট্রেনিং ইন্সটিটিউটের সভাপতি এম এ সামাদের সভাপতিত্বে  এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র কৃষি বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান বার্জার, লাইভস্টক ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহকারি পরিচালক ডা মো জহিরুল ইসলাম প্রমুখ।

লাইভস্টক ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় সারাদেশের ৫০ জন কর্মকর্তা এই প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণ করেন।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ