সামনে আসছে শীতকাল, মুরগী পালনে খামারিদের যেসব সাবধানতা অবলম্বন করতে হবে

709

সামনে আসছে শীতকাল… গত বছর শীতে অনেক এলাকায় মহামারীর আকারে মুরগী মারা গেছে, তাই এবার আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে।।

নুন্যতম নিচের কিছু জীবনিরাপত্তা মেনে খামার করুন। আপনার সহ আশে পাশের সকল খামার নিরাপদ থাকবে, ইনশা আল্লাহ।।
** খামারটি অবশ্যই লোকালয় এর বাহিরে গড়ে তুলুন। লোকালয় এর ভিতরে বা বাহিরে হলেও চারিদিকে অবশ্যই বেস্টনি দেন।
** ভাল মানের বাচ্চা ও খাদ্য নির্ভরযোগ্য উৎস্য থেকে সংগ্রহ করুন। প্রয়োজনে রুটিন অনুযায়ী খাদ্য পরিক্ষা করুন।
** খামারে বহিরাগতদের প্রবেশ ১০০% নিয়ন্ত্রণ নিশ্চিত করুন।

** খামারে প্রবেশের জন্য অবশ্যই আলাদা সেন্ডল ব্যবহার করুন। আলাদা আলাদা সেডে অবশ্যই আলাদা সেন্ডেল রাখুন। মনে রাখবেন রোগজীবাণুর ৭০% সেন্ডেলের মাধ্যমে প্রবেশ করে। অতএব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
** খামারের ভিতরে ব্যবহারের জন্য আলাদা পোষাক রাখুন। বহিরাগতদের জন্য আলাদা পোষাক রাখুন।
** ফুট বাথ ব্যবহার করুন। ৩ স্তরের ফুট বাথ ব্যবহার করুন। প্রথমটি ডিসইনফেক্টেট মিশ্রিত পরেরটি সাদা পানি শেষেরটি সোডা মিশ্রিত। ময়লাযুক্ত সেন্ডেল কখন ফুট বাথে ব্যবহার করবেন না। ময়লা মিশলে জীবানুনাশক নস্ট হয়ে যায়।
** মরা মুরগি গর্ত করে ২ মিটার মাটির নিচে পুতে রাখুন। কোন অবস্থায় বাহিরে ফেলবেন না। একটা এলাকায় কোনো রোগের মহামারী আকার ধারণ করার এটাই সবচেয়ে বড় কারণ।

** খাদ্যের বস্তা খামারের সেড এর ভিতরে রাখবেন না।
** ভ্যান,ডিমের গাড়ি, মল সংগ্রহের গাড়ি খামারের ভিতর প্রবেশ করাবেন না।
** খামারে ব্যবহার্য জিনিসপত্র ডিমের ট্রে,খাদ্যের পাত্র, পানির পাত্র, ইত্যাদি জীবানুনাশক দিয়ে ধুয়ে খামারে প্রবেশ করান।
** খামারের প্রবেশপথে অবশ্যই জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে।
** প্রডাকশন এরিয়াতে কোন বহিরাগত প্রবেশ করতে পারবে না। প্রয়োজনে আলাদা পোশাক পরিধান করে জীবানু নাশক স্প্রে করে প্রবেশ করতে হবে।

** প্রোডাকশন সেডে শুধুমাত্র নিদিষ্ট লেবার নিদিষ্ট সেডে প্রবেশ করবে।
** মার্কেট থেকে আগত বিভিন্ন জিনিস পত্র প্রথমে কাপড় কাচার সোডা দিয়ে ধুয়ে পরে ভাল পানি দিয়ে ধুয়ে খামারে প্রবেশ করান।
** মার্কেট থেকে আগত ডিমের ট্রে সেডে প্রবেশ করানো ১০০% নিষেধ। খামারে স্টোর রুমে প্রবেশ করানো যাবে তবে অবশ্যই জীবানুনাশক ও সাবান দিয়ে ধুয়ার পর।

** খামারের প্রবেশ মুখে প্রবেশ নিয়ন্ত্রিত সাইন বোর্ড লাগিয়ে দিন।
এছাড়াও অভিজ্ঞ খামারি বা ভেটেরিনারি ডাক্তার ভাইদের এই বিষয়ে কোনো পরামর্শ থাকলে শেয়ার করবেন, তাহলে অনেক খামারি উপকৃত হবে।। শুভ কামনা সবার জন্য।

ফার্মসএন্ডফার্মার/২৪অক্টোবর২০