সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন রইছউল আলম মন্ডল

543

hhh

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির এক আদেশে উপ-সচিব তমিউ উদ্দিন এর স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের পেশাদার কর্মকর্তা মো. রইছউল আলম মন্ডল বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত সচিব হিসেবে ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদান করেন। এর পূর্বে তিনি ২০১৪ সাল থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মহাপরিচালক হিসেবে তিনি পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়ন এবং পরবেশ বিষয়ে বিদ্যমান আইন, বিধি, আন্তর্জাতিক কনভেনশন ও প্রটোকল বাস্তবায়নে উলে­খযোগ্য ভূমিকা পালন করেন।

 তিনি বাংলাদেশ সরকারের পক্ষে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য ও দলনেতা হিসেবে পরিবেশ উন্নয়ন, বৈশ্বিক উঞ্চায়ন ও জলবায়ু পরিবর্তন, অভিঘাত মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি, অভিযোজন ও উপযোজন, প্রযুক্তি হস্তান্তর, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন সংক্রান্ত নানা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন।