সিভাসু’তে কৃষিবিদ দিবস পালন

343

_DSC3553news

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘কৃষিবিদ দিবস ২০২০’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩.০২.২০২০) বিকাল ৩টায় এই উপলক্ষে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ-এর নেতৃত্বে বের করা শোভাযাত্রায় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. জান্নাতারা খাতুন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল আহাদ, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (বহিরাঙ্গন) অধ্যাপক ড. এ.কে.এম. সাইফুদ্দীন, পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. কবিরুল ইসলাম খান এবং পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।

ফার্মসএন্ডফার্মার/১৫ফেব্রু২০২০