সিভাসুতে দুই দিনব্যাপী জাতীয় ডিভিএম ইন্টার্ন গবেষণা সম্মেলন শুরু বুধবার

319
সিভাসু

চট্টগ্রাম বিজ্ঞান

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) দুইদিনব্যাপী ‘৪র্থ জাতীয় ডিভিএম ইন্টার্ন গবেষণা সম্মেলন’বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছুল আলম মন্ডল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. হিরেশ রঞ্জন ভৌমিক।

মার্কিন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনির্ভাসিটি ও সিভাসু’র মধ্যে বাস্তবায়নাধীন একটি টুইনিং প্রকল্পের সহায়তায় আয়োজিত উক্ত সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ভারতসহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশস্থ ওয়ান হেল্থ কো-অর্ডিনেটর প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ এবং প্রফেসর ড. মো. আহসানুল হক।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে আগ্রহী সাংবাদিকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস চট্টগ্রাম প্রেসক্লাব থেকে সকাল ৯টায় সিভাসু’র উদ্দেশ্যে ছেড়ে আসবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-পারিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন