সিভাসুতে পাঠ্যসূচি উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত    

341

সিভাসু

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পাঠ্যসূচি উন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা (Workshop on curriculum development) অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) সিভাসু’র শিক্ষকদের জন্য এ কর্মশালার আয়োজন করে।

শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর ৫ম তলাস্থ পরীক্ষার হলে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জান্নাতারা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ডা. মো. রায়হান ফারুক।

সিভুতে

দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)-এর  প্রফেসর ড. এম. মোজাহার আলী। কর্মশালায় ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

ফামর্সএন্ডফার্মার২৪/জেডএইচ