সিভাসু’তে প্রথম সেমিস্টারের শিক্ষাবর্ষ সমারম্ভ আজ

345

cva
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ-২০২০ শুরু হয়েছে আজ মঙ্গলবার। সকাল ১১টায় সিভাসু অডিটোরিয়ামে এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে “মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ হোক যুবসমাজের অঙ্গীকার” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো: মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।

উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এ বিশ^বিদ্যালয়ের ৩টি অনুষদে (ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদ) মোট ২৪৫ শিক্ষার্থী ভর্তি হয়েছে। দেশে প্রথমবারের মতো ৭টি কৃষি সংশ্লিষ্ট বিশ^বিদ্যালয়ের গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষার মাধ্যমে এসকল ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

ফার্মসএন্ডফার্মার/১৪জানু২০২০