সিভাসু’তে ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা’ শনিবার

354
সিভাসু

সিভাসু

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আগামী ১৩ জুলাই (শনিবার) ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০১৯’ অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো: আফছারুল আমীন, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানে সিভাসু’র গবেষণা কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান।

স্বাগত বক্তব্য রাখবেন সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালার তিনটি টেকনিক্যাল সেশনে মোট ২০টি গবেষণা প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন