সিভাসু’তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু শিক্ষক ফোরাম

132

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু) গত বৃহস্পতিবার বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু শিক্ষক ফোরাম। ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয় এবং বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে জন্মদিনের শুভেচ্ছা সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়।
সকালে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে কেক কাটার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান এবং বঙ্গবন্ধু শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন।
উল্লেখ্য, ঐদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করে সিভাসু কর্তৃপক্ষ।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল-ব্যানার প্রদর্শন, মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন ও বাংলাদেশের অগ্রগতি শীর্ষক ব্যানার ও ফেস্টুনে ক্যাম্পাস সজ্জিতকরণ, বৃক্ষরোপণ, আনন্দ র‌্যালি, পথসভা, কেক কাটা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত, তবারক ও প্রসাদ বিতরণ এবং নাটক প্রদর্শনী।
বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালার সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল বঙ্গবন্ধু শিক্ষক ফোরামের সদস্যবৃন্দ।