সিভাসু’তে শিক্ষকদের জন্য ‘প্রকল্প প্রস্তাবনা লেখা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

271

সিভাসু

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শিক্ষকদের জন্য ‘প্রকল্প প্রস্তাবনা লেখা (Project proposal writing)’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট ২০১৯) সকালে সিভাসু অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর আসন্ন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট-HEAT) প্রকল্প ও অন্যান্য প্রকল্পসমূহের প্রস্তাবনা লেখার ওপর সিভাসু’র শিক্ষাকদের জন্য বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ডা. মো: রায়হান ফারুক। দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উল্লেখ্য, হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)-এর পর বাংলাদেশে উচ্চশিক্ষার উৎকর্ষ সাধন, দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা সুনিশ্চিত করতে বিশ্ব ব্যাংক এবার বাস্তবায়ন করতে যাচ্ছে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প। আনুমানিক জুলাই ২০২০ থেকে বিশ্বব্যাংকের অর্থায়নে তিন বছর মেয়াদি এ ‘হিট প্রকল্প’ শুরু হওয়ার কথা রয়েছে। ইউজিসি এ প্রকল্প বাস্তবায়ন করবে।

ফার্মসএন্ডফার্মার২৪/জাকির