সিভাসু’তে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ পালন

163

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। তাঁর জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। সারাদেশের মতো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়েও (সিভাসু) পালন করা হয়েছে ‘শেখ রাসেল দিবস-২০২৩’।

‘শেখ রাসেল দিবস-২০২৩’ এর প্রতিপাদ্য হচ্ছে- ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। এ সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ^বিদ্যালয় প্রশাসনের পাশাপাশি প্রগতিশীল শিক্ষক ফোরামের পক্ষ থেকেও কেক কেটে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদ্যাপন করা হয়।