সিভাসু’তে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি’ বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে সভা

101

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের (সিভাসু) সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে এক অবহিতকরণ সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সিভাসু’র সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর ২য় তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান এবং ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসি আকতার। সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটির ফোকাল পয়েন্ট প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে প্রেজেন্টেশন দেন সিভাসু’র লাইব্রেরিয়ান ও সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট মো: হাবিবুর রহমান।

সভায় ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চেীধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হলের প্রভোস্ট ড. তোফাজ্জল মো: রাকিব, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট দিলশাদ ইসলাম, পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. ভজন চন্দ্র দাস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (ফার্ম) ড. মো: সাইফুল বারী, সমন্বয়ক (উচ্চশিক্ষা ও গবেষণা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তীসহ সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং খামারিরা উপস্থিত ছিলেন।