সিভাসুর শিক্ষক নির্বাচনে আ. লীগ সমর্থিত প্রগতিশীল শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী

331

600

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত প্রগতিশীল শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।

কার্যকরী পরিষদের ১১টি পদের নির্বাচনে আর কোনও প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিশন বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের বিজয়ী ঘোষণা করে।

শিক্ষক সমিতির ২০১৮-২০১৯ কার্যকরী পরিষদের নির্বাচনে অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আবছার খান সভাপতি এবং অধ্যাপক ড. শারমিন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদের নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি প্রফেসর ড. এ.এস.এম. লুৎফুল আহসান, যুগ্ম সম্পাদক মো. আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. সুচন্দন সিকদার, সদস্য প্রফেসর ড. জান্নাতারা খাতুন, প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রফেসর ড. মো. আশরাফ আলী বিশ্বাস, সহকারী অধ্যাপক দিলশাদ ইসলাম, সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মো. মওদুদ ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রায়হান ফারুক। তাকে সহযোগিতা করেন সহকারী অধ্যাপক ডা. মুক্তি বড়ুয়া ও সুব্রত কুমার ঘোষ।

নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ মে পূর্বঘোষিত নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও শিক্ষক সমিতি নির্বাচনের ইশতেহার অনুযায়ী ১০ মে ২০১৮ তারিখ পর্যন্ত কোন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি এবং একই পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার বৃহস্পতিবার বেলা ১২টায় একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন