আগামী রবিবার (২৪.১২.২৩) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠিত হবে।
সিভাসু অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠেয় উক্ত সমারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। সমারম্ভ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আবুল মোমেন।
সমারম্ভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন। সভাপতিত্ব করবেন পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল।
উল্লেখ্য, কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভাসু’র ৩টি অনুষদে মোট ২৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।