চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে উপপরিচালক (অডিট) মোহা: ইয়াছিন চৌধুরী সভাপতি, নিরাপত্তা কর্মকর্তা নাহিদ মাহমুদ সহ-সভাপতি এবং সহকারী লাইব্রেরিয়ান মো: জামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার বিকেলে সিভাসু অডিটোরিয়ামে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ^বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো: হাবিবুর রহমান।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন-যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ রাজিব দত্ত ও মো: রেজওয়ান (যুগ্মভাবে বিজয়ী), দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এস. এম. জাহেদুল আওয়াল ও সমাজকল্যাণ সম্পাদক আ. ন. ম. জাহিদ হাসান। সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন-মোহাম্মদ জালাল উদ্দিন, সুদীপ চন্দ ও কাজী মোহাম্মদ রোকন উদ্দিন।
সিভাসু অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নাসিম আহমদ ও সেকশন অফিসার মো: সাহাদাত হোসেন।