সিভাসু অফিসার সমিতির সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

491

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতি কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২’ শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে সিভাসু’র অফিসার্স ক্লাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো: আবুল কালাম, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো: মজিবুর রহমান, অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আরিফ এবং বঙ্গবন্ধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক তৌহিদুল হক ও সদস্য সচিব মোহাম্মদ গোলাম মাওলা।

সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য হলো-ক্যারাম, ব্যাডমিন্টন, গোল পোস্টে পা দিয়ে গোল করা, কলসির মুখে বল নিক্ষেপ এবং ক্রিকেট ম্যাচ।