সিভাসু শাখা ছাত্রলীগের কমিটি গঠন বিষয়ে উপাচার্যের বক্তব্য

315
সিভাসু

চট্টগ্রাম বিজ্ঞান
বৃহস্পতিবার (১০ মে) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কতিপয় ছাত্র উপাচার্যের সাথে তার অফিসে সাক্ষাৎ করতে আসেন। এ সময় তারা উপাচার্যের কাছে সিভাসু শাখা ছাত্রলীগ কমিটি গঠনের দাবি জানান।

এই প্রেক্ষিতে উপাচার্য ছাত্রদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ ছাত্রলীগ সিভাসু শাখা কমিটি গঠন সংক্রান্ত সকল এখতিয়ার কেন্দ্রীয় ছাত্রলীগের হাতে ন্যস্ত। এটি একান্তই ছাত্রলীগের সাংগঠনিক সিদ্ধান্ত। এতে সিভাসু কর্তৃপক্ষ কিংবা উপাচার্যের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা চাই -জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে সিভাসুতে কার্যকরী ভূমিকা রাখুক।

মৌলবাদী, জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রতিরোধে কেন্দ্রীয় ছাত্রলীগ যাদেরকে যোগ্য মনে করে নেতৃত্ব তুলে দিবে আমরা তাদেরকে সাথে নিয়ে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে কাজ করব। তবে এ ইস্যুকে কেন্দ্র করে যাতে ক্যাম্পাসে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত না হয়, সে ব্যাপারে উপাচার্য মহোদয় সকলের সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন